রামগঞ্জে বিদ্যুৎ পৃষ্টে নিহত শ্রমিকের জীবনের মূল্য ১৫ হাজার টাকা নির্ধারন - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Friday 15 May 2020

রামগঞ্জে বিদ্যুৎ পৃষ্টে নিহত শ্রমিকের জীবনের মূল্য ১৫ হাজার টাকা নির্ধারন



রামগঞ্জ( লক্ষ্মীপুর) প্রতিনিধি)ঃ  রামগঞ্জে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিহত শ্রমিকের জীবনের মূল্য ১৫ হাজার টাকা নির্ধারন করেছে পল্লী- বিদ্যুৎ কতৃপক্ষ।

১৫ মে শুক্রবার ভাটরা বাজারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মিঠু নিহতের মামা সামছুল আলমের কাছে নিতের জীবনের মূল্য বাবৎ পল্লী বিদ্যুৎ কতৃপক্ষের দেয়া ১৫ হাজার টাকা হস্তান্তর করেন। 

 ৮ মে শুক্রবার রামগঞ্জ উপজেলার  দল্টা হাসিমপুর মাঠে ধান কাটতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে শামীম হোসেন (২০) নামের ঐ শ্রমিকের মৃত্যু হয়। শামীম ঐ গ্রামের   সিএনজি চালক সাগরের ছেলে।

সূত্র জানায়, দল্টা হাসিমপুর মাঠে পল্লীবিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে পিলারের আর্থিংর সাথে মিসে থাকার কথা পল্লী বিদ্যুত কতৃপক্ষের লোকজনকে জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি।

গত ৮ মে শুক্রবার দত্তের বাড়ির মনু মিয়ার জমিনের পাকা ধান কাটা শুরু করলে শামীম  বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনা স্থলে তার মৃ্ত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলের মৃত্যুতে স্তব্ধ পুরো পরিবার।

মৃত শামীমের বাবা সাগর জানায়, ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি ঢাকা থেকে বাড়ি আসলে এলাকার লোকজন ছেলের দাফনের ব্যবস্থা করার কথা বলে উপস্থিত পুলিশ কর্মকর্তার কাছে একটা সাদা কাগজে আমর সই নিয়ে নেয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages