ঢাকায় প্রবেশ ও বের হওয়ার ওপর কড়াকড়ি নিয়ন্ত্রণ আরোপ করছে ডিএমপি। - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Sunday 17 May 2020

ঢাকায় প্রবেশ ও বের হওয়ার ওপর কড়াকড়ি নিয়ন্ত্রণ আরোপ করছে ডিএমপি।


করোনা সংক্রমণ রোধে ঢাকায় প্রবেশ ও বের হওয়ার ওপর কড়াকড়ি নিয়ন্ত্রণ আরোপ করছে ডিএমপি। রবিবার (১৭ মে) সকাল থেকেই ঢাকা মহানগরীতে প্রবেশ ও বের হওয়ার পথে নজরদারি আরও কঠোর করা হয়েছে। ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কোনও ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা শহরে প্রবেশ বা ঢাকা শহর থেকে বাইরে যেতে না পারেন। জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে। যথোপযুক্ত কারণ ছাড়া কোনও ব্যক্তি যানবাহন চালনা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages