নাগরপুরে ঈদ উপহার নিয়ে কর্মহীনদের পাশে উপজেলা প্রশাসন - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 20 May 2020

নাগরপুরে ঈদ উপহার নিয়ে কর্মহীনদের পাশে উপজেলা প্রশাসন



নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পরিষদ এর অর্থায়নে করোনায় কর্মহীন হয়ে পড়া ৫০০০ হাজার পরিবারের মাঝে  নতুন করে রমজান ও ঈদ উপলক্ষে মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।

বুধবার ( ২০ মে ) মোকনা ইউনিয়নের  অসহায় পরিবারের মাঝে রমজানের ঈদ উপলক্ষে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়। পর্যায়ক্রমে  নাগরপুর উপজেলার ১২টি  ইউনিয়নের ৫০০০ পরিবারের মাঝে  এ মানবিক সহায়তা প্রধান করা হবে।এ সময় নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, আজ থেকে নতুন করে রমজানের  ঈদ উপলক্ষে নাগরপুরের ১২টি ইউনিয়নের ৫০০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান শুরু হলো।  এখানে ৯০০ পরিবারের মাঝে ১কেজি তেল, ১ কেজি ডাল, দুই কেজি আলু, সাবান ও ১০কেজি করে চাল দেওয়া হচ্ছে।  এছাড়া সরকারি বরাদ্দ থেকে ৩০০০ পরিবারের মাঝেও খাদ্যসামগ্রী ও ৭০০ শিশু পরিবার মাঝে শিশু খাদ্য প্রদান করা হবে। এছাড়া  নাগরপুর সমাজ সেবা অফিসের সহযোগীতায় ১২টি ইউনিয়নের ৪০০ বয়স্ক মানুষের মাঝেও খাদ্যসামগ্রী দেওয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মোকনা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,ইউপি সদস্যবৃন্দ,ট্যাগ অফিসার, গনমাধ্যমকর্মী সহ অন্যান্যরা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages