লক্ষ্মীপুরের রামগতিতে করোনা ভাইরাসে ৫০বছর বয়সী এক বৃদ্ধ শনাক্ত হয়েছে।
এবং রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামে ৩২ বছর বয়সী এক যুবক শনাক্ত হয়েছে। এই নিয়ে লক্ষ্মীপুর জেলায় ২জন করোনা রোগী শনান্ত হয়। গতকাল রবিবার রাত ১০টার দিকে রামগতির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার।
তিনি জানান, সম্প্রতি ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে চট্রগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। নমুনার ফলাফল পজেটিভ আসে। তিনি নারায়গঞ্জ থেকে গত চারদিন আগে তাবলীগ জামাত থেকে তার বাড়িতে আসলে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরিবারসহ তাকে হোম কোয়ারেন্টিনে রাখে ।
আজ রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে এলাকা লকডাউন করে রাখা হয়েছে বলে জানান তিনি ।
No comments:
Post a Comment