পৃথিবীর দিকে ধেয়ে আসছে এভারেস্টের সমান গ্রহাণু! - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 29 April 2020

পৃথিবীর দিকে ধেয়ে আসছে এভারেস্টের সমান গ্রহাণু!



 অনলাইন ডেস্ক ঃ
তীব্র গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে এভারেস্টের সমান এক গ্রহাণু। আগামীকাল বুধবার  (২৯ এপ্রিল)  ভোর ৬টা নাগাদ পৃথিবীর কাছাকাছি আসবে এটি। ঘণ্টায় ১৯ হাজার ৪৬১ মাইল বেগে ছুটে আসা প্রায় আড়াই মাইল চওড়া গ্রহাণুটি পৃথিবীর পাশ ঘেঁষে বেরিয়ে যাবে। নাসা সূত্রে জানা গেছে, গ্রহাণুটির আকার প্রায় এভারেস্টের সমান। বৃহৎ এই গ্রহাণুর সামনের অংশে উঁচু রেখার মতো রয়েছে, যা দূর থেকে মাস্কের মতো দেখাচ্ছে।

গ্রহাণুটির কোড নাম ৫২৭৬৮ এবং এটি শেষবার ১৯৯৮ সালে দেখা গিয়েছিল। পৃথিবী ঘেঁষে উড়ে যাওয়ার সময় পৃথিবী থেকে এর দূরত্ব হবে ৩৯ লাখ কিলোমিটার। পৃথিবীর সঙ্গে গ্রহাণুটির  সংঘর্ষের আশঙ্কা নেই বলে জানিয়েছে নাসা।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী স্পর্শ করবে না এই উল্কাপিণ্ড। তবে নিজেদের নীট সিস্টেমের মাধ্যমে উল্কাপিণ্ডের গতিবিধির ওপর নজর রাখছে নাসা।। নীট-এর প্রধান ইনভেস্টিগেটর এলেনর হেলিন জানিয়েছেন, বিপজ্জনক হতে পারে এমন সব গ্রহাণু ও উল্কা সম্পর্কে তথ্য নিতে আমরা নীট ব্যবহার করে থাকি।

 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages