নাগরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Tuesday 28 April 2020

নাগরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত



মোঃ আব্দুর রাজ্জাক রাজা নাগরপুর টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ পালিত হয়েছে।২৩ এপ্রিল ২০২০ থেকে এ পুষ্টি সপ্তাহ শুরু হয়।

এ উপলক্ষে ২৮ এপ্রিল ২০২০,
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে  ৫০ জন গরীব ও হতদরিদ্রের মাঝে পুষ্টি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে চাল, ডাল, আলু,তেল, লবন, সাবান প্রদান করা হয়।

বাংলাদেশ  স্বাস্থ্য ও পুষ্টিখাতের উন্নয়নে সারা পৃথিবীতে রোল মডেল। বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে জনগণের পর্যাপ্ত পুষ্টির জোগান নিশ্চিত করা অপরিহার্য। কারণ বেঁচে থাকার জন্য শারীরিক মানসিক ও কর্মদক্ষতা উন্নয়নে পুষ্টির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। জনবহুল এই দেশের প্রতিটি নাগরিককে জাতীয় সম্পদ হিসেবে গড়ে তুলতে নারী-পুরুষ ও শিশুদের জন্য মান সম্পন্ন পুষ্টি নিশ্চত করা জরুরি। এজন্য খাদ্যের সঙ্গে পুষ্টির কথা ভাবতে হবে। এলক্ষেই সারা দেশব্যাপী পুষ্টি সপ্তাহ পালনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এ সময়  আরও উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনি,গনমাধ্যমকর্মীসহ অন্যান্যরা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages