লক্ষ্মীপুর প্রতিনিধিঃ রায়পুরে বিয়ের টাকা যোগাড় করতে এক বৃদ্ধাকে খুন করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. জহিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানাযায়, কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া গ্রামের বাসিন্দা ইমন (১৭) ও আসমা আক্তার আয়েশা (১৭) নামে দুই তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তারা চেয়েছিল পালিয়ে বিয়ে করতে। তাদের কাছে টাকা না থাকায় ২০১৯ সালের ১৬ অক্টোবর সন্ধ্যায় বৃদ্ধা মাহফুজা স্বর্ণালংকারপরা অবস্থায় প্রতিদিনের ন্যায় বিকেলেই হাটতে বের হলে ইমন এক সহযোগীকে নিয়ে তাকে হত্যা করে
স্বর্ণালংকার লুটে নেয় ।
পিবিআই নোয়াখালী সূত্র জানায়, ২০১৯সালের ১৭ অক্টোবর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের বৃদ্ধা মাহফুজার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার রহস্য উদঘাটনে সন্দেহভাজন ইমন ও আজিজ নামে দুই কিশোরকে আটক করে পুলিশ।
পিবিআই নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা বলেন, আমরা মামলাটির রহস্য উদঘাটন করতে পেরেছি।
আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাদেরকে নিরাপদ হেফাজতে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment