
নিউজ ডেস্ক ঃ মরনব্যাধি করোনা ভাইরাসে দেশের সংকটময় পরিস্থিতিতে রামগঞ্জবাসীর জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরেক দাপ এগিয়ে গেলো রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
স্থানীয় সাংসদ আনোয়ার হোসেন খান এমপির প্রচেষ্টায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরাদ্ধ পেয়েছে একটা নতুন গাড়ি।
বৃহস্পতিবার দুপুরে ওই অধিদপ্তর থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গুনময় পোদ্দারকে গাড়ীর হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা-ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, আনোয়ার হোসেন খান এমপি ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবুল কালাম আজাদ, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গুনময় পোদ্দার ।
এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় সাংসদ আনোয়ার হোসেন খান এমপি বলেন, রামগঞ্জবাসীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডাক্তারদের জরুরি যোগাযোগের জন্য সরকারি বরাদ্দ নতুন জীপ গাড়ী তুলে দিলাম। এতে উপজেলাবাসী জরুরি সেবা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি ।
No comments:
Post a Comment