মোংলায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আমেরিকা প্রবাসী দিপু মৃধা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 27 April 2020

মোংলায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আমেরিকা প্রবাসী দিপু মৃধা




মোঃ এনামুল হক,মোংলা প্রতিনিধিঃ বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপের কারণে গৃহবন্ধী শ্রমজীবি নিম্ন আয়ের অসহয় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আমেরিকা প্রবাসী দিপঙ্কর মৃধা (দিপু)।
সোমবার সকাল ১০ টায় মোংলা  উপজেলা সোনাইলতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জয়খাঁ গ্রামে শতাধীক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়।
এ সময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার উপস্থিত থেকে কর্মহীন ও হতদরিদ্র পরিবারের সদস্য দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রী বিতরণ কালে অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন সোনাইলতলা ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হরিবর বৈরাগী,   ওয়ার্ড আয়ামীলীগের সাধারন সাম্পাদক নাজিম ফকির, পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যলয়ের প্রক্তন শিক্ষক মহাদেব চন্দ্র রায়  কিশোর রায়, কিশোর মন্ডল। পরে এক প্রস্নের জবাবে শাহ আলম বলেন, বিশ্ব ব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়াই এর প্রভাব পড়েছে বাংলাদেশও।
প্রতিনিয়তই বেড়ে চলেছে করোনাই আক্রান্ত রোগীর সংখ্যা। আজও বাংলাদেশে নতুন ৪৯৭ জন রোগী সনাক্ত হয়েছে এবং ৭ জন মারা গেছে। সুতারাং আশংঙ্কা দিন দিন ভয়াবহ হচ্ছে। ত্রাণ বিতরণ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা আমাদের সাধ্য মতে চেষ্টা করেছি এলাকার দরিদ্র মানুষগুলোর পাশে থাকতে। কারণ দেশ অঘোষিত লকডাউন হওয়ায় তারা আয় উপার্জন করতে পারছে না। ফলে না খেয়ে দিন যাপন করতে হচ্ছে যা আমাদের জন্যও দুঃসংবাদ।
তারা আমাদের প্রতিবেশী, আমাদের ভাই তাই আমার নিজ অর্থয়নে তাদের পাশে দাঁড়ানোর চেস্ট করেছি। দায়িত্ববোধ থেকে আমরা তাদের দাঁড়িয়েছি। এ সময় দিপঙ্কার মৃধার প্রতিনিধি হিসাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন শেখ আফজাল হোসেন ,মনোরঞ্জন মৃধা ,মোঃ শাহ আলম ,মিহির মৃধা ,শুভ ,সিনিয়ার কিশোর ,জুনিয়ার কিশোর প্রমুখ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages