ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি টিটু - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 15 April 2020

ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি টিটু





মোঃ আব্দুর রাজ্জাক রাজা নাগরপুর,টাংগাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৬, আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

বুধবার ১৫ এপ্রিল ২০২০, দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে   সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। 

কৃষি প্রণোদনায় সার্বিক বিষয়ে অবহিত করে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুল মতিন বিশ্বাস। ৩০০ জন কৃষকের মাঝে খরিপ-১ মৌসুমের জন্য আউশ ধানের প্রণোদনা প্রদান করা হয়। এখানে প্রতি জন কৃষক ৫ কেজি ধান বীজ, ১০ কেজি টিএসপি সার এবং ২০ কেজি ডিএপি সার পায়।

এসময় এমপি টিটু যথাযথ নিয়ম মেনে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ সহায়তা প্রদানে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।

পরে এমপি মহোদয় সাম্প্রতিক করোনা ভাইরাস পরিস্থিতিতে উপজেলার সার্বিক খোজ খবর নেন ও করনীয় বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন এবং সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন।

এসময়  আরও উপস্থিত ছিলেন,  উপজেলা  কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসাইন শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, গনমাধ্যম কর্মী, বিভিন্ন ইউনিয়নের ব্লক সুপারভাইজার সহ অন্যান্যরা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages