নবীনগট (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ছলিমগঞ্জ ইউনিয়নের নিলক্ষী গ্রামে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় আজ সোমবার সন্ধ্যায় প্রতিবেশির ছুরিকাঘাতে এক সন্তানের জননী খুন হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন। নিহতের নাম আকলিমা বেগম পিতা বাচ্চু মিয়া।এলাকাবাসি জানায়, ১৫ দিন আগে নিলক্ষী গ্রামের জুয়েল মিয়ার ছেলে মনির হোসেন আকলিমার বড় ভাই রবিউলের কাছে বিয়ের প্রস্তাবে দেয়। বিয়েতে রাজি না হওয়ায় লাউ গাছ কাটার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় মনির হোসেন আকলিমাকে ছুরিকাঘাত করে। এলাকাবাসি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক মৃত ঘোষনা করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি রনোজিত রায় বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আসামীদের ধরতে সাড়াশি অভিযান চলছে।
No comments:
Post a Comment