রামগঞ্জে সমবায় কর্মকর্তা অপহরন ৩ ঘন্টা পর উদ্ধার - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Tuesday 3 March 2020

রামগঞ্জে সমবায় কর্মকর্তা অপহরন ৩ ঘন্টা পর উদ্ধার



লক্ষ্মীপুর জেলা সংবাদদাতাঃ জেলার রামগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেনকে অপহরনের তিন ঘন্টাপর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে তাকে উদ্ধার করে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় করপাড়া এলাকা থেকে রামগঞ্জ উপজেলা পরিষদের তার নিজ কার্যালয়ে যাওয়ার পথে জকসিন-দরবেশপুর সড়কের লামচর এলাকা থেকে সন্ত্রাসীরা তাকে অপহর করে সিএনজি অটেরিক্সা যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এসময় পথচারীদের মোবাইলে সংবাদ পেয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ও রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন পৃথক ভাবে তাৎক্ষনিক সমবায় কর্মকর্তাকে উদ্ধার চেষ্টা চালায়। 
সমবায় কর্মকর্তাকে উদ্ধারে প্রশাসনের তড়িৎ পদক্ষেপ গ্রহনের সংবাদ পেয়ে অপহরন কারীরা তাকে বেদড়ক পিটিয়ে মারাত্বক আহত করে লক্ষীপুরের আদালন সংলগ্ন সড়কের পাশ্বে রেখে পালিয়ে যায়। পরে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় পোর্স সহ আহত সমবায় কর্মকর্তাকে উদ্ধার করে রামগঞ্জে নিয়ে যায়। জানযায়,এর পূর্বেও গত ১৩ জানুয়ারী ২০২০ইং বিকালে সে রামগঞ্জ তার নিজ কার্যালয় থেকে  বাড়ি ফেরার পথে ফতেহপুর দীঘির পাড় নামক স্হানে তাকে  ব্যাপক মারধর করে অপহরণের চেষ্টা করে কামাল বাহিনী। তখন তার আত্মচিৎকারে পুলিশ ও এলাকাবাসী ছুটে  আসলে অপহরনকারী পালিয়ে যায়। এনিয়ে রামগঞ্জ থানায় একটি মামলা ও হয়েছে। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages