রামগঞ্জে খাল দখল করে বহুতল ভবন নির্মানের অভিযোগ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Sunday 15 March 2020

রামগঞ্জে খাল দখল করে বহুতল ভবন নির্মানের অভিযোগ





মোঃ আবু সুফিয়ন রামগঞ্জ থেকেঃ   খাল গুলো দখল মুক্ত করতে জেলা প্রশাসনের নির্দেশনা থাকলেও লক্ষ্মীপুরের  রামগঞ্জ ডাকাতিয়া নদীর সংযোগ খাল দখল করে বহুতল ভবন নির্মানের করছেন উপজেলার ভটরা ইউপির জয়দেবপুর গ্রামের বাচ্চু মিয়া। এতে এ অঞ্চলের কৃষি উৎপাদন পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। সমস্যা সমাধানে সহকারি কমিশনার (ভূমির) কাছে একটি অভিযোগ দায়ের করেছেন স্থানীয় কৃষকরা। 
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা জয়দেবপুর, নান্দিয়ারা, নরিংপুর ও লোটরা গ্রামে চাষাবাদের জন্য এ খালের পানি সরবরাহ হয়ে থাকে। জয়দেবপুর মসজিদ বাড়ীর বাচ্চু মিয়া জবর দখল করে খাল ভরাট করে বহুতল ভবন নির্মান করেছেন। 
অভিযুক্ত বাচ্চু মিয়া বলেন, আমি সরকারি লোক সরকারি খাল দখল করলে সমস্যা নেই। 
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মিঠু বলেন, আমি বিষয়টি জানতে পেরে দখলকারীকে স্থাপনা নির্মান করতে নিষেধ করেছি। কিন্তু সে কোন কথা শুনছে না। 
সহকারি কমিশনার (ভূমি) হুমায়ূন রশিদ বলেন, অভিযোগ পেয়ে সার্ভেয়ারকে ঘটনা স্থলে পাঠিয়েছেন তিনি। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages