খুলনায় শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল সফলে যৌথ সভা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 2 March 2020

খুলনায় শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল সফলে যৌথ সভা


শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ ভারতে মুসলিম হত্যা, মসজিদে মসজিদে আগুন, বিদ্যুৎ,পানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দাম বৃদ্ধির প্রতিবাদ, মোদির আগমন বাতিল এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে আগামী ৬ মার্চ শুক্রবার বিকাল ৩ টায় নগরীর নিউমার্কেট বায়তুন নুর মসজিদ কমপ্লেক্সের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার এক জরুরী সভা আজ সোমবার বিকাল ৪ টায় পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা সভাপতি আলহাজ্ব মাওঃ অধ্যাপক আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মুহাঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন নগর সাবেক সহ সভাপতি শেখ হাসান ওবায়দুল করিম, জেলা সহ-সভাপতি শেখ জামিল আহমদ, জেলা সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ আল মামুন, নগর জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মাওঃ দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক জিএম সজীব মোল্লা, নগর সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ আসাদুল্লাহ আল গালিব, নগর  প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, সহ প্রচার আব্দুর রশীদ, জেলা প্রচার সম্পাদক মাওঃ হারুন অর রশিদ, সহ প্রচার সম্পাদক এসকে নাজমুল হাসান, মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব মোমিনুল ইসলাম, মুফতী ইসহাক ফরীদি, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব আব্দুস ছালাম, হাফেজ মোস্তাফিজুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম, আলহাজ মাওলানা ইমরান হুসাইন, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, মুফতী শহীদুল ইসলাম, হাফেজ খায়রুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, শ্রমিক নেতা আলহাজ্ব মাওঃ গাজী নুর আহমদ,  আলহাজ্ব জাহিদুল ইসলাম, এস এম আবুল কালাম আজাদ, যুব নেতা মাওঃ তাওহীদুল ইসলাম মামুন, মুফতী আমিরুল ইসলাম, মাওঃ মোস্তাফিজুর রহমান, ছাত্র নেতা এইচ এম খালিদ সাইফুল্লাহ, কাজী আল আমিন, মুহাঃ নাজমুস সাকিব, মোঃ মমঈনুল ইসলাম, মোঃ এনামুল হাসান সাঈদ প্রমুখ নেতৃবৃন্দ। 

সভায় আগামী ৬ মার্চ বিক্ষোভ মিছিল সফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages