করোনা আক্রান্ত আইসোলেশনে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 11 March 2020

করোনা আক্রান্ত আইসোলেশনে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী




ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ও কনজারভেটিভ দলের সংসদ সদস্য নাদিন ডোরিস করোনাভাইরাে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, করোনা যাতে না ছড়ায় সে জন্য তিনি সব সতর্কতা অবলম্বন করেছেন এবং নিজে থেকে আইসোলেশনে আছেন।

নাদিন প্রথম ব্রিটিশ সংসদ সদস্য যার করোনাভাইরাস ধরা পড়েছে।

ব্রিটেনে এ পর্যন্ত ৩৮২ জনের করোনাভাইরাস ধরা পড়েছে এবং মোট মৃত্যু হয়েছে ৬ জনের।

প্রসঙ্গত, করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ২৫৮ জনে দাঁড়িয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬০০ জন। অপরদিকে করোনায় আক্রান্ত ৬৪ হাজার ২১৪ জন চিকিৎসায় সুস্থ হয়েছে। বিশ্বের ১১১টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে।

সূত্র: বিবিসি

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages