রামগঞ্জে ভ্রাম্যমান অাদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ হাজার টাকা জরিমানা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 26 February 2020

রামগঞ্জে ভ্রাম্যমান অাদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ হাজার টাকা জরিমানা


 মনির হোসনে বাবুল
রামগঞ্জে ভ্রাম্যমান অাদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ হাজার টাকা জরিমানা করেন  নির্বাহী ম্যাজিষ্ট্রেট  ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান  ।  
দোকানে এসিড বেশি থাকায়,লাইসেন্স বিহীন , দোকানে নোংরা পরিবেশ ও মূল্য তালিকা না থাকায় মুদি ও ফার্নিচার দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় অাজ বুধবার (২৬ফেবু্য়ারী) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষন  অাইনে অভিযান চালিয়ে রামগঞ্জ মেইন সড়কের পশ্চিম পাশে গ্রামীন শিল্পালয়কে ৮হাজার , নুরপ্লাজা মার্কেটে নিশি জুয়েলা্র্স ৭হাজার, পাট বাজারে নিরালা হোটেল ২হাজার, অামিন পাটওয়ারী ১৫হাজার,ভাই ভাই  ষ্টোর ৫হাজার ,ফার্নিচার গ্যালারী ৩হাজার টাকাসহ ৪০হাজার টাকা জরিমানা করেন  ।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages