নবীনগর থানার ওসির সঙ্গে ওয়ারেন্টভুক্ত আসামির ফটোসেন - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 3 February 2020

নবীনগর থানার ওসির সঙ্গে ওয়ারেন্টভুক্ত আসামির ফটোসেন


  নবীনগর প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি মামলার আসামি নাছির উদ্দিনকে খুঁজে পাচ্ছে না পুলিশ। যদিও আসামি নাছির উদ্দিন পুলিশ কর্মকর্তাদের পাশে থাকেন সব সময়। এমনকি নবীনগর থানার ওসির সঙ্গে ফটোসেশনও করেন।


এই ব্যাপারে জেলা পুলিশের নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এই প্রতিবেদককে বলছেন, বিষয়টি তার জানা ছিল না।

জানা গেছে, জেলার নবীনগর উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক মো. নাছির উদ্দিন। তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকলেও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশের তালিকায় পলাতক হলেও তিনি সরব নবীনগর উপজেলাজুড়ে। আবার পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গেও রয়েছে তার একাধিক ছবি।

সর্বশেষ গত ৩১ জানুয়ারি শুক্রবার নবীনগর শিক্ষক সমিতির নির্বাচনে তিনি নবীনগর থানার ওসি রণোজিত রায়ের সঙ্গে ফটোসেশনও করেন।

এ ব্যাপারে ওসি রণোজিত রায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এখন তিনি একটি বিষয়ে ব্যস্ত আছেন। পরে কথা বলবেন।

এ ব্যাপারে জেলা পুলিশের নবীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানান, বিষয়টি তার জানা ছিল না। তিনি খতিয়ে দেখবেন।

উল্লেখ্য, নবীনগর উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক মো. নাছির উদ্দিন। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের এমপি এবাদুল করিম বুলবুলের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত। তিনি নবীনগর থানার একটি মামলার একজন ওয়ারেন্টভুক্ত আসামি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages