রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয় সাফল্যের নতুন রেকর্ড - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Tuesday 25 February 2020

রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয় সাফল্যের নতুন রেকর্ড

  
ইউনুছ  বেলাল  প্রতিষ্ঠানটির শিক্ষকঃ  
২০১৯ সালের সমাপনী পরীক্ষার ভিত্তিতে,৮৫ জন জিপিএ ৫, ট‍্যালেন্টপুল বৃত্তি ২২,সাধারণ বৃত্তি ৮,মোট ৩০জন বৃত্তি পেয়ে লক্ষ্মীপুর জেলার   মধ‍্যে সবচেয়ে 
ভালো ফলাফল অর্জন করেছে।শুরুতে ধন্যবাদ জ্ঞাপন
করতে হয় জনাব মুনতাসির জাহান, উপজেলা নির্বাহী 
কর্মকর্তা, রামগঞ্জ মহোদয়কে।
বিগত বছরে তিনি অত‍্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে রামগঞ্জ উপজেলায় সমাপনী পরীক্ষা সম্পন্ন করার ব‍্যবস্হা করেছিলেন। বিশেষ কৃতজ্ঞতা আমাদের উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব দৌলত রহমান মহোদয়ের প্রতি,পরীক্ষার সকল আনুষ্ঠানিকতা তিনি সুদক্ষভাবে তথারকি করেছিলেন।ইনস্ট্রাক্টর জনাব আব্দুল মতিন,সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব আব্দুল মোহাইমেন ও জনাব মাকসুদ আলম মহোদয়গণের প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞ । তাদের সঠিক নির্দেশনা ও যথার্থ পরামর্শে  আমরা সকল শিক্ষকগণ শিক্ষার্থীদের স
ফল পাঠদানে সার্থকতা পেয়েছি।
বিদ‍্যালয়ভিত্তিক কোচিং/প্রাইভেট ছাড়া,শুধু শ্রেণি পাঠদানের মাধ্যমে বিদ‍্যালয়ের এরূপ রেকর্ড সাফল‍্য
অর্জিত হয়েছে। বিদ‍্যালয়ের সুযোগ‍্য শিক্ষকগণ প্রমাণ 
করেছেন, মানসম্মত শিক্ষার জন‍্য প্রয়োজন,শ্রেণিকক্ষে শিক্ষকের আন্তরিকতা ও সামর্থ্যের যথার্থ প্রয়োগ।
আমাদের পরিশ্রমের  আরও কিছু সাফল্যে থেমে যায়,
অবকাঠামোগত প্রাপ্তির অভাবে। এখনও বিদ‍্যালয়টি
ডিজিটাল ল‍্যাব প্রাপ্তির সুবিধা থেকে বঞ্চিত। আধুনিক মানের শিক্ষাভবন নেই। পর্যাপ্ত শ্রেণি কক্ষেরও  অভাব
রয়েছে। বিদ‍্যালয়ের শিক্ষকদের জন‍্য মানসম্পন্ন কক্ষ এবং বসার ব‍্যবস্হাও আদর্শ মানের নয়।
অতি দ্রুত সময়ের মধ‍্যে প্রয়োজন একটি বহুতল ভবনের,যাতে অপ্রয়োজনীয় স্হাপনা অপসারণ করে খেলার মাঠটি খেলাধুলার উপযোগী করাযায়।কারণ অপরিকল্পিত ভবন নির্মাণ করে খেলার মাঠটি প্রায় নি:শেষ।
এত অপ্রাপ্তির মাঝেও আমরা গর্বিত যে আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে এ সাফল্যের গল্প কথা  স্মরণীয় হয়ে থাকবে। অনেকে হয়ত অবগত নয় এ সাফল্যের আড়ালে সম্মানিত শিক্ষকবৃন্দের কত পরিশ্রম,কত ত‍্যাগ রয়েছে।
এ সাফল্যের জন‍্য সকল শিক্ষকবৃন্দ বিভাগীয় স্বীকৃতির 
অথবা ধন্যবাদ প্রাপ্তির অধিকার রাখে,নতুবা যেকোন পর্যায় থেকে ভালো করার সম্ভাবনা থেমে যায়।
বিদ‍্যালয়টি আরও এগিয়ে যাওয়ার অফুরন্ত সম্ভাবনা 
রয়েছে সর্বক্ষেত্রে।পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও বিদ‍্যালয়ের শিকার্থীদের অনেক সাফল্য  রয়েছে।বিদ‍্যালয়টির প্রতি প্রাথমিক শিক্ষা বিভাগের সুদৃষ্টি যত বাড়বে,তার সাফল্য গাঁথা তত সমৃদ্ধ হবে।পরিশেষ অভিনন্দন জানাই আমাদের প্রিয়  শিক্ষার্থীদের 
যারা ভালো ফলাফল অর্জন করে,আমাদের ধন‍্য করেছে। ধন্যবাদ জানাই বিদ‍্যালয় ব‍্যবস্হাপনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মো: শাহজাহান সাহেব, সম্মানিত সদস‍্য জনাবতোফাজ্জল হোসেন বাবলু সহ সকল সদস‍্যবৃন্দকে।
 পরিশেষে সবিনয় অনুরোধ রইল আমাদের সকলের প্রিয়,জনাব মুনতাসির জাহান,উপজেলা নির্বাহী কর্মকর্তা রামগঞ্জ মহোদয়ের প্রতি,
আমাদের  এ ক্ষুদ্র অর্জনটা তাঁর সাথে ভাগ করতে চাই,
একটি আনন্দঘন মুহূর্তে।
# ইউনুছ  বেলাল # ২৫/০২/২০২০ খ্রি:

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages