শোক সংবাদ --রামগঞ্জ নিউজ কর্নারের পরিচালক এমরান হোসেন রাজনের বাবা ছফি উল্ল্যাহ পাটওয়ারী - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 10 February 2020

শোক সংবাদ --রামগঞ্জ নিউজ কর্নারের পরিচালক এমরান হোসেন রাজনের বাবা ছফি উল্ল্যাহ পাটওয়ারী


সমকালের সার্কুলেশন এক্সকিউটিভ আনোয়ার হোসেন ও রামগঞ্জ নিউজ কর্নারের পরিচালক এমরান হোসেন রাজনের বাবা ছফি উল্ল্যাহ পাটওয়ারী(১০৭) আজ সোমবার সকাল ৯ঃ১০মি.এর সময় ঢাকার মিরপুরস্থ বাসায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন । বিকালে জানাজা শেষে লক্ষ্মীপুর  জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও গ্রামের পরিবারিক করস্থানে তাকে দাফন করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages