৷৷ ফলোআপ ৷ ৷ সংবাদ প্রকাশের পর রামগঞ্জে দুইটি ব্রীক ফিল্ডকে ৭৫হাজার টাকা জরিমানা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Tuesday 11 February 2020

৷৷ ফলোআপ ৷ ৷ সংবাদ প্রকাশের পর রামগঞ্জে দুইটি ব্রীক ফিল্ডকে ৭৫হাজার টাকা জরিমানা

 
গত ২৯ জানুয়ারি ২০২০ ইং pratidinkhobor24. Com এ রামগঞ্জে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায় ফসল উৎপাদনে ধস নামার আশঙ্কা শিরোনামে একটি সংবাদ পর গত মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি: লক্ষ্মীপুর  জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ও দরবেশপুর ইউনিয়নের কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার কারণে ইটভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মেসার্স সাকিব ব্রিক্স ও মেসার্স পাটোয়ারী ব্রিক্সকে ৭৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
গতকাল বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মকবুল হোসেন কৃষি জমির টপসয়েল ব্রীক ফিল্ডে নেয়ার অপরাধে এ জরিমানা করে দুইটি ব্রীক ফিল্ডের মালিকদের।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫(১) ধারায় উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি ইট তৈরি করার উদ্দেশ্যে কৃষি জমি বা পাহাড় বা টিলা থেকে মাটি কেটে বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে তা ব্যবহার করতে পারবেন না। 

এসময় ভ্রাম্যমান আদালতে সহযোগীতা করেন, রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হুমায়ুন রশিদ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মকবুল হোসেন জানান, অনিয়ন্ত্রিত এসকল ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে। জমির উর্বরতা নষ্ট করে পরিবেশের ভারসাম্য ধ্বংস কেনাভাবে মেনে নেয়া যাবে না।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages