রামগঞ্জে সনাতন ধর্ম ত্যাগ করে এক যুবকের ইসলাম ধর্ম গ্রহণ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Saturday 8 February 2020

রামগঞ্জে সনাতন ধর্ম ত্যাগ করে এক যুবকের ইসলাম ধর্ম গ্রহণ



রামগঞ্জ প্রতিনিধিঃ শুক্রবার, (৭ ফেব্রুয়ারি ২০২০ ইং) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়ন বাজার ব্যবসায়ী নলচারা ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মাহফিলে মাওলানা মুফতী মুস্তাকুন্নবীর হাতে দুলাল নামের এক হিন্দু যুবক সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে তার নাম মোঃ রেজাউল করিম। 

গত ০২/০২/২০২০ ইং তারিখে লক্ষ্মীপুর কোর্টে এফিডেভিট এর মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 


এফিডেভিট দাতা নওমুসলিম রেজাউল করিম বলেন, সেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ শরীরে শরল মনে দৃড় প্রস্তায়ে স্বয়ং কতেক মুসলমান এ-র সম্মুখে উপস্থিত হইয়া এ-ই মর্মে প্রতিজ্ঞা শপথ করতেছি যে, আমি জম্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং আমি ঘোষণা করতেছি যে,  আমি একজন সাংলক সনাতন ধর্মের অনুশারী হই। বিগত কয়েক বছর হইতে ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় বই পড়ে এবং ইসলাম ধর্মের বিভিন্ন অনুষ্ঠান দেখে মুগ্ধ হইয়া পড়ি।আর থেকেই ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নি।

ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মিঠু জানান, দুলাল দীর্ঘ অনেক বছর ধরে ভাটরা বাজারে মুচির দোকানের ব্যবসা করে আসছেন।তার মূল বাড়ি সিলেটে, এবং পরিবার থাকে ফেনিতে। তার ইসলাম ধর্ম গ্রহণের ক্ষেত্রে স্ত্রী ও পরিবারের কোন আক্ষেপ নেই বলেও জানিয়েছেন নওমুসলিমরা রেজাউল করিম।   

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages