রামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 5 February 2020

রামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরে আজ বুধবার বিকালে শহরের কাঠবাজার সড়ককের নিরালা বেকারীকে ২৫ হাজার টাকা ও সোনাইমুড়ি সড়কের জুই কনফেকশনারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদত্তীর্ণ খাবার বিক্রি, ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন।
এসময় নিরালা বেকারী থেকে মেয়াত্তীর্ণ বিস্কুট ও বেকারী সামগ্রী এবং জুই কনফেকশনারী থেকে প্রসাধনী ও খাবার জব্দ করে তা আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। 
এসময়  রামগঞ্জ পৌর স্যানেটারী ইন্সফেক্টর আলমগীর কবির ও রামগঞ্জ থানার এস আই হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
 রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, পর্যায়ক্রমে সরকারী বিধি বর্হিভূত সব ধরনের প্রতিষ্ঠান ও স্থাপনায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages