শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেনকে ঘুষের এক লাখ টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বেলা ১১ টার দিকে এক রাইস মিল মালিকের কাছ থেকে টাকা নেয়ার সময় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।
দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক শাওন মিয়া বলেন, কাজ পাইয়ে দেয়ার কথা বলে রাইস মিল মালিক কামরুজ্জামানের কাছে সাড়ে সাত লাখ টাকা দাবি করেন মোঃ ইলিয়াস হোসেন। চুক্তি অনুযায়ী আজ এক লাখ টাকা তিনি গ্রহণ করেন কামরুজ্জামানের কাছ থেকে। কিন্তু তার আগেই কামরুজ্জামান বিষয়টি দুদককে অবহিত করে। টাকা লেনদেন করার সময় মোঃ ইলিয়াস হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
No comments:
Post a Comment