লক্ষ্মীপুর প্রতিনিধিঃলক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
এসময় পরিবেশগত কোনো ছাড়পত্র না থাকায় দ্ইুটি ইটভাটার চিমনিসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে দেওয়া হয়।
বুধবার দিনব্যপি এ অভিযানে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন ও মকবুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশ দূষণ ও বৈধ কাগজপত্র না থাকায় সংসার ব্রিকস ও এইচবিএম নামে দুইটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজেস্ট্রেট আল আমিন জানান, অভিযানের সময় ইটভাটার চিমনি, কাঁচা ইট, ইট তৈরির সরঞ্জাম ও ইট পোড়ানোর চুল্লি ভেঙে দেওয়া হয়। অবৈধভাবে ইট উৎপাদন করে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালি পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, পরিদর্শক সৌমেন মৈত্র।
No comments:
Post a Comment