টাঙ্গাইলের মধুপুরে বিপুল পরিমাণ কাঁচা রাবার উদ্ধার - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Thursday 16 January 2020

টাঙ্গাইলের মধুপুরে বিপুল পরিমাণ কাঁচা রাবার উদ্ধার



 মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে অভিযান চালিয়ে ১৫ টন কাঁচা রাবার উদ্ধার করেছে জেলার উত্তর ডিবি পুলিশ। বুধবার ভোরে মধুপুর বনের টাঙ্গাইল-জামালপুর সীমান্তবর্তী ধরাটি এলাকায় অভিযান চালিয়ে এ চোরাই রাবার উদ্ধার করা হয়।


টাঙ্গাইল উত্তর ডিবি পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল উত্তর ডিবির এসআই নুরুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তার সঙ্গীও ফোর্স নিয়ে মধুপুর উপজেলার চাঁদপুর রাবার বাগানের ধরাটি এলাকায় অভিযান চালায়। টের পেয়ে রাবার চোরাকারবারীরা চাঁদনী পরিবহণ নামের একটি ট্রাক ১৫ টন কাঁচা রাবার ভর্তিসহ ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করে ডিবি পুলিশ।

চাঁদপুর রাবার বাগানের জেনারেল ম্যানেজার তারিক আজাদ ও ম্যানেজার বিশ্বজিৎ সেনগুপ্ত জানান, বাগানের সংগ্রহ করা এ রাবার পাচারের সময় উদ্ধার করা হয়েছে। জব্দকৃত রাবারের বাজার মূল্য কেজি প্রতি ৫/৭ টাকা উল্লেখ করা হলেও, রাবার বাগান সংশ্লিষ্ট একটি সূত্র জানায় উদ্ধার হওয়া ওই রাবারের মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা। টাঙ্গাইল উত্তর ডিবি পুলিশের ওসি সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, এ ব্যাপারে মামলার প্রক্রিয়াধীন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages