লক্ষ্মীপুর থেকে এস.এম বাবর :লক্ষ্মীপুরে যুবদল নেতা নূরে আলম মামুনকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে পৌর শহরের মাদাম ব্রীজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মামুন রায়পুর পৌর যুবদলের সাধারণ সম্পাদক। তাকে গুরুত্বও আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন যুবদল নেতার ওপর হামলা করার অভিযোগ করে জানান, মামুন কোর্টে একটি মামলার হাজিরা দিয়ে আসার সময় তার উপর অতর্কিত ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করা হয়।
No comments:
Post a Comment