খুলনায় ৭১ টিভির সাংবাদিক লাঞ্চিত - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Sunday 5 January 2020

খুলনায় ৭১ টিভির সাংবাদিক লাঞ্চিত




শেখ নাসির উদ্দিন , খুলনা প্রতিনিধিঃখুলনা ওয়াসার পানি সরবরাহ ব্যবস্থার সংবাদ সংগ্রহকালে ৭১ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুকে লাঞ্ছিত করেছে ওয়াসা প্রকল্পের চায়না কর্মকর্তারা।
খবর পেয়ে কেএমপির ট্রাফিক পরিদর্শক (শহর ও যানবাহন) রেজাউল বাশার ঘটনাস্থলে হাজির হয়ে ওই কর্মকর্তাদের অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিক পান্নুর হাতে হাতকড়া পড়ায়। রবিবার বেলা ১২টার দিকে নগরীর জোড়াগেট এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে পান্নুকে লাঞ্ছিত করার খবর পেয়ে খুলনার কর্মরত সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এ ঘটনার প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন। ফলে সড়কের দু’প্রান্তে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।  পরে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। খুলনা সিটি মেয়র এসময় দোষী পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান। উপস্থিত পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে সাংবাদিকরা অবরোধ প্রত্যাহার করেন।
এ বিষয়ে সাংবাদিক রকিব উদ্দিন পান্নু বলেন, জোড়াগেট এলাকায় ওয়াসার পাইপ লিকেজ হয়ে পানি বের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে মোবাইলে ওই চিত্র ধারণের সময় কর্মরত খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের প্রকৌশলী হঠাৎ আমাকে কিল, ঘুষি, লাথি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তখন আমি ওই কর্মকর্তাদের নিজেকে বার বার সাংবাদিক বলে পরিচয় দিলেও তারা থামেনি।

তিনি আরো বলেন, এক পর্যায়ে একাত্তর টিভির ক্যামেরাম্যান আরিফুর রহমান সোহেল ঘটনাস্থলে পৌঁছে ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করলে তার ক্যামেরা ভাংচুর করা হয়। খবর পেয়ে ট্রাফিক পরিদর্শক (ইন্সপেক্টর) বাশার এসে ওয়াসার পক্ষ থেকে উল্টো হ্যান্ডকাপ পরিয়ে আমাকেই থানায় নেওয়ার চেষ্টা করেন। তবে খবর পেয়ে সাংবাদিকরা উপস্থিত হলে আমাকে ছেড়ে দেওয়া হয়।
এসময়ে খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি এসএম হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক সাইয়েদুজ্জামান সম্রাট, দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, সিনিয়র সাংবাদিক মো. আনিসুজ্জামান, মুন্সী আবু তৈয়ব, তরিকুল ইসলাম, হাসান আহমেদ মোল্লাসহ অন্য সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে এ ঘটনায় বিকেল ৩টা ৪৫ মিনিটে রকিব উদ্দিন পান্নু বাদি হয়ে হামলাকারীদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, সাংবাদিক পান্নুর উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। দোষীদের ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages