টাঙ্গাইলের মধুপুরে বাল্যবিবাহ প্রতিরোধে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Tuesday 28 January 2020

টাঙ্গাইলের মধুপুরে বাল্যবিবাহ প্রতিরোধে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা


মো: আ: হামিদ মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:
"বাল্যবিবাহকে না বলি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” শ্লোগানটিকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় এলজিসি কর্মসূচির মাধ্যমে “বাল্যবিবাহ বন্ধ শীর্ষক বর্নাঢ্য র‌্যালী,বিতর্ক প্রতিযোগিতা,নাটিকা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার(২৭ জানুয়ারী)দিন ব্যাপী এ কর্ম সূচীর  মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, বিতর্ক প্রতিযোগীতা, নাটিকা, ও আলোচনা সভা। সকাল এগারটার সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। উক্ত র‌্যালীতে উপজেলা প্রশাসনের সকল অফিসের কর্মকর্তাগন উপস্হিত ছিলেন। র‌্যালীটি উপজেলা চত্তর হতে বের হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক গুলো প্রদক্ষিন করে। সড়ক প্রদক্ষিন শেষে মধুপুর অডিটরিয়াম হলরুমে এসে শেষ হয়। অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী  অফিসার আরিফা জহুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শরিফ নজরুল ইসলাম  উপপরিচালক স্থানীয় সরকার টাঙ্গাইল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ ছরোয়ার আলম খান আবু চেয়ারম্যান মধুপুর উপজেলা পরিষদ, মো: আমান উল্লাহ ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি , আব্দুর রশিদ শিক্ষা কর্মকর্তা, আব্দুল করিম সহকারী কমিশনার (ভূমি), মো: তারিক কামাল অফিসার ইনচার্জ মধুপুর থানা, মো: শরিফ আহমেদ নাসির ভাইস চেয়ারম্যান মধুপুর উপজেলা পরিষদ, এ সময় প্রশাসনের সকল সেক্টরের কর্মকর্তাগন , ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ ছাত্র ছাত্রীরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মধুপুর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে গড়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করে উপস্হিত বক্তাগন বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages