গোপালপুর উপজেলা স্বাস্হ কমপ্লেক্সে নতুন এ্যম্বুলেন্স হস্তান্তর করলেন সংসদ সদস্য ছোট মনির - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Thursday 23 January 2020

গোপালপুর উপজেলা স্বাস্হ কমপ্লেক্সে নতুন এ্যম্বুলেন্স হস্তান্তর করলেন সংসদ সদস্য ছোট মনির


মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নতুন এ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য ছোট মনির।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে প্রাপ্ত এ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে হস্তান্তর করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজীর কাছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, থানা অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার, রওশন খান আইয়ুব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে মল্লিকা বেগম নামে এক রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর মধ্য দিয়ে এর উদ্বোধন হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages