টাঙ্গাইল মধুপুরের মান্নানকে খুজে পাওয়া যাচ্ছে না - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Thursday 30 January 2020

টাঙ্গাইল মধুপুরের মান্নানকে খুজে পাওয়া যাচ্ছে না


টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো: মারফত আলীর ছোট ভাই মো: আ: মান্নান(৪০) কে খোজে পাওয়া যাচ্ছে না। গত ২৯ জানুয়ারী  দুপুরে তার নিজ বাড়ী হতে কোথায় চলে গেছে তা এখনও জানা যায়নি। সে বাড়ী হতে যাওয়ার সময় তার পড়নে ছিল লুঙ্গী, গায়ে ছিল নীল রংগের চেক শার্ট, মুখে হালকা দাড়ি আছে। সে মানসিক ভাবে কিছুটা ভারসাম্যহীন। তার বাড়ীর লোকজন সহ সকল আত্বীয় সজন তাকে সম্ভাব্য সকল স্হানে খোজা খোজি করছে বলে জানা যায়। তাকে না পাওয়ায় বাড়ীতে এক অন্ধকারের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে মধুপুর থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নাম্বার ১২৭৫ তাং ৩০-১-২০। যদি কোন সহৃদয় ব্যাক্তি তার সন্ধান পান তা হলে উক্ত নাম্বারে যোগা যোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছে তার পরিবারের লোক জন। মোবাইল নাম্বার- ০১৭৪৮২৪৭৮৮৪--০১৭২৮৭৬৭৬৪৪--০১৭৭৭৩১৬৫০২

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages