তুষার ও বৃষ্টিতে পাকিস্তান–আফগানিস্তানে প্রাণ গেল ৪৩ জনের - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 13 January 2020

তুষার ও বৃষ্টিতে পাকিস্তান–আফগানিস্তানে প্রাণ গেল ৪৩ জনের



নিউজ ডেস্কঃ  
আফগানিস্তান ও পাকিস্তানের কিছু অংশে ভারী তুষারপাতে আর বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাকিস্তানে মৃত্যু হয়েছে ২৫ জনের। আর আফগানিস্তানে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাকিস্তানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা বেলুচিস্তান। সেখানকার দুর্যোগ ব্যবস্থাপনার বিভাগের প্রধান ইমরান জারকন বলেন, ভারী তুষারপাতে বাড়ির ছাদ ভেঙে কয়েকজন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় সেখানে মৃত্যু হয়েছে ১৪ জনের। ভারী তুষারপাতের কারণে রাস্তায় প্রায় ছয় ইঞ্চি পুরু বরফের স্তর জমে আছে। পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা আল জাজিরাকে বলেন, পাঞ্জাব প্রদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে সৃষ্ঠ বন্যায় কিছু এলাকায় বাড়ির অনেক অংশ ডুবে আছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages