মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চৌধুরী ডাঙ্গা গ্রামের মোঃ বিদেশি মিয়ার মেয়ে রোকছানা গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করল আজ ১০ জানুয়ারি ২০২০ সন্ধ্যায়।
পরিবারের সাথে কথা বলে জানা যায়, প্রায় ৪ মাস আগে উপজেলার ভাড়রা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে মোঃ ছরোয়ার মিয়ার সাথে বিয়ে হয়েছিল।
রোকছানা আজ সন্ধ্যা আনুমানিক ৫.৪৫ মিনিটের সময় বাবার বাড়ির ঘরের ধরনার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে সহবতপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী ছিল।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা মন্ডল বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থল থেকে আত্নহত্যায় মৃত রোকছানার লাশ উদ্ধার করেছি। তার মৃত্যুর কারন উদঘাটনের জন্য লাশ ময়নাতদন্তে প্রেরনের প্রস্তুতি চলছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের এর সকল কার্যক্রম চলমান। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ও তদন্তের মাধ্যমে মৃত্যুর কারন উদঘাটন হবে বলে আমরা আশাবাদী।
No comments:
Post a Comment