২০২০ সালে তারিখ লেখার সময় সম্পূর্ণ ফর্ম্যাট লিখতে হবে - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 30 December 2019

২০২০ সালে তারিখ লেখার সময় সম্পূর্ণ ফর্ম্যাট লিখতে হবে


সাবধান! আসন্ন ২০২০ সালের তারিখ লেখার সময় আমাদের সম্পূর্ণ ফর্ম্যাটে লেখা উচিত। যেমন ৩১/০১/২০২০ এভাবে লিখু'ন। কখনোই ৩১/০১/২০ লিখবেন না। কারণ, যে কেউ এটিকে ৩১/০১/২০০০ বা
৩১/০১/২০১৯ বা যে কোনও বছরের মধ্যে তার সুবিধার্থে পরিবর্তন করতে পারে। এতে করে আইনি জটিলতার সৃষ্টি করতে পারে। এ সমস্যাটি কেবল এই ২০২০ বছরই বহাল থাকবে। তাই এ স'ম্পর্কে সতর্ক ও সচেতন হতে হবে। কোনও ডকুমেন্ট পাওয়ার সময় সাল শুধু ২০ লিখবেন না এবং সাল শুধু ২০ লেখা গ্রহণও করবেন না। জনস্বার্থে প্রচার করা হলো।’

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages