টাঙ্গাইলে পুলিশী বাধায় বিএনপির কালো পতাকা মিছিল - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 30 December 2019

টাঙ্গাইলে পুলিশী বাধায় বিএনপির কালো পতাকা মিছিল



মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

৩০ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কালো পতাকা মিছিল এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ ও পথসভা করেছে টাঙ্গাইল জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা


 ৩০ ডিসেম্বর সকালে টাঙ্গাইল শহরের বেপারী পাড়া থেকে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বেপারী পাড়া এতিম খানার সামনে আসলে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়। পরে সেখানেই পথসভা করে জেলা বিএনপির নেতাকর্মীরা।


পথসভায় বক্তারা বলেন, গণতন্ত্র হত্যা দিবসে আমাদের মিছিলে বাধা দিয়ে আওয়ামী লীগকে প্রটেকশন দিয়ে শহরে মিছিল করাচ্ছেন এটা কোন ধরণের গণতন্ত্র। যারা গণতন্ত্রকে হত্যা করেছে যারা গণতন্ত্রের পতন করেছে তাদের বিচার একদিন হবেই। বেগম খালেদা জিয়া চরম অবিচার ও প্রতিহিংসার শিকার।

অবিলম্বে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে বলে দাবি জানান তারা।বিক্ষোভ ও
 সমাবেশে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, প্রচার সম্পাদক একিউ মনিরুল হক, যুবদলের সিনিয়র আহবায়ক আশরাফ পাহেলী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিমসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages