টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
তামাকে সরকারের শেয়ার প্রত্যাহারের দাবীতে আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সাধারন গ্রন্থাগার মিলনায়তনে সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র’র আয়োজনে নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: শরিফ হোসেন খান। সুপ্র টাঙ্গাইল জেলা শাখার সভাপতি খন্দকার নাজিম উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মঞ্জু রানী প্রামানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক হাবিবুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কিবরিয়া, বিএমএর সভাপতি ডা: সৈয়দ ইবনে সাঈদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বিটিভির জেলা প্রতিনিধি জে সাহা জয়, সহ অন্যান্য ব্যাক্তি বর্গ।
অনুষ্ঠানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment