ভারতের দোরগোড়ায় পাকিস্তান-চীন নৌ মহড়া - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 27 November 2019

ভারতের দোরগোড়ায় পাকিস্তান-চীন নৌ মহড়া



উত্তর আরব সাগরে ঠিক ভারতের দোরগোড়ায় পাকিস্তান ও চীন এবার যৌথ মহড়ায় অংশ নিতে যাচ্ছে। পাকিস্তান-চায়না মেরিটাইম এক্সারসাইজ বা পিসিম্যাক্স-২০১৯, আগামী মাসে শুরু হচ্ছে। মহড়ায় পিএলএ নেভি তার শক্তিমত্তা প্রদর্শন করবে। মহড়ায় চীনের কনটিনজেন্টে অন্তত চারটি হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ থাকবে। সেগুলো হলো, ২০১২ সালে নির্মিত ৭,০০০ টনের লুয়াং-৩ ক্লাস আধুনিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার কানমিং, ৪,০০০ টনি জিয়াং কাই-২ ক্লাস মাল্টি রোল ফ্রিগেট ইউয়েইয়াং, সম্প্রতি কমিশন হওয়া প্রায় ২০,০০০ টনি ফুচি-ক্লাস ট্যাঙ্কার লুওমাহু, একটি সং-ক্লাস ডিজেল ইলেকট্রিক সাবমেরিন ও দুলু-ক্লাস সাবমেরিন সাপোর্ট শিপ লিউগংদাও। এর মানে হলো এসব জাহাজ দীর্ঘ সময় ভারত মহাসাগর ও এর আশেপাশে বিচরণ করবে। এছাড়াও চীনের হেলিকপ্টার ও মেরিন সেনারা এই মহড়ায় অংশ নেবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages