হলি আর্টিজানে হামলা মামলার রায় : সাত জঙ্গির ফাঁসি - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 27 November 2019

হলি আর্টিজানে হামলা মামলার রায় : সাত জঙ্গির ফাঁসি

গুলশানের হলি আর্টিজান বেকারিতে নিষ্ঠুর ও নারকীয় হামলা মামলায় সাত জঙ্গির মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। জঙ্গি হামলার ঘটনার ৩ বছর ৪ মাস ২৬ দিন পর চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা হয়। বিচার শুরুর পর থেকে ৫৩তম কার্যদিবসে রায় ঘোষণা। আইনের শাসন দিয়ে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ সম্ভব, তা এ রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত জঙ্গি হল- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগ্যান, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দিয়েছেন আদালত। রায়ে হলি আর্টিজান হামলার মূল পরিকল্পনাকারী ও সমন্বয়কারী হিসেবে তামিম চৌধুরীকে চিহ্নিত করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages