রামগঞ্জের চন্ডিপুর ইউপি আওয়ামীলীগের সম্পাদক প্রার্থী হলেন জিএস নজরুল - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 25 November 2019

রামগঞ্জের চন্ডিপুর ইউপি আওয়ামীলীগের সম্পাদক প্রার্থী হলেন জিএস নজরুল


 আসন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে 
রামগজ্ঞ উপজেলার  চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক  প্রার্থীতা  ঘোষণা করলেন সাবেক রামগঞ্জ সরকারি কলেজের জিএস  নজরুল ইসলাম।    
 সে শৈশব থেকে বঙ্গবন্ধুর আর্দশকে ভালোবাসার কারনে আওয়ামী রাজনীতির সাথে জড়িত রয়েছে  কখনও  আর্দশ বিক্রি করিনি।  আর এই সমস্ত কারনে সে  ৫নং চন্ডিপুর ইউনিয়নের আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক পদ প্রার্থী হয়েছে।
                  
সে সর্বদায়  বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার আর্দশ বাস্তাবায়ন করার জন্যে কাজ করে যাচ্ছে । সারা জীবন দল করে মামলা,হামলা,বহু  নির্যাতন সহ্য করেছে ভালো ভালো চাকুরী হারিয়েছে, আর বছরের পর বছর থাকতে হয়েছে   অন্ধকার কারাগারে ।    

নজরুল ইসলাম স্কুল জীবন থেকেই রাজনীতি শুরু করে তাই 
১৯৯১ সালেই চন্ডীপুর মনাষা উচ্চ বিদ্যালয়ের শাখার   ছাত্রলীগ সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
এবং ভালো কাজ করার ফলে তাকে     
 ১৯৯৩ সালে চন্ডিপুর ইউনিয়ন ছাত্রলীগ  সাধারন   সম্পাদক করা হয়।
      
   ১৯৯৫ সালে রামগজ্ঞ সরকারী কলেজ ভর্তী হলে  ক্লাশ  কমিটির   একাদশ মানবিক  বিভাগের  ছাত্রলীগ সভাপতি দায়িত্ব দেওয়া হলো।      
এরপর
  ১৯৯৭ সালে রামগজ্ঞ সরকারী কলেজ সম্মেলনের মাধ্যমে  তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের  সভাপতি বাহাদুর ব্যাপারী ও সাধারন সম্পাদক  অজয় কর খোকনের উপস্থিতিতে  কলেজ ছাত্রলীগ সাধারন সম্পাদক নির্বাচিত হয় নজরুল। 
   

১৯৯৯-২০০০  রামগজ্ঞ সরকারী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত ( রফিক -নজরুল - সৈকত) পরিষদের  নির্বাচনে  জি,এস  নির্বাচিত হয়। যাহা রামগঞ্জ সরকারি  কলেজের ছাত্র সংসদ নির্বাচনে  বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত  এক মাত্র বিজয় প্যানেল।    

২০০৩ সালে লক্ষীপুর জেলা ছাত্রলীগের মামুন - রিপন সাথে  সহ- সভাপতির দায়িত্ব পালন করে  ।   

বর্তমাননে ৫নং চন্ডিপুর ইউনিয়ন অাওয়ামীলীগ এর আহবায়ক কমিটির  সদস্য।    
নজরুল ইসলাম তাই ইউনিয়নের সকলের
কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages