২০২০ সালে ৯ দলের আইপিএল! - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Friday 22 November 2019

২০২০ সালে ৯ দলের আইপিএল!



নিউজডেস্ক 
২০২০ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হতে পারে নয় দলের। এমনই ভাবনাচিন্তা শুরু করেছে বিসিসিআই। এতদিন আইপিএলে অংশ নিত আটটি ফ্রাঞ্চাইজি। আইপিএলের জনপ্রিয়তা দেখেই দল বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও ভারতীয় বোর্ড চায় আইপিএলকে ১০ দলের টুর্নামেন্ট করতে। কিন্তু এখনই তা সম্ভব নয়। ২০২২ সালের পর হয়ত দশ দলের আইপিএলের সম্ভাবনা রয়েছে। আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম দেখেই সূচি নির্ধারণ করা হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে। কারণ আগামী বছর থেকে নয় দলের আইপিএল হলে ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৭৬। আসন্ন আইপিএল শেষ হলেই নতুন ফ্রাঞ্চাইজির জন্য দরপত্র হাঁকবে বিসিসিআই। আনুমানিক দর হতে পারে ২০০০ কোটি টাকা। শোনা যাচ্ছে, নতুন ফ্রাঞ্চাইজি আমেদাবাদ থেকে হতে পারে। তারা ইতিমধ্যেই হোম গ্রাউন্ড হিসেবে মোতেরার সর্দার প্যাটেল স্টেডিয়ামকে দেখিয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages