রামগঞ্জ, (লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর রামগঞ্জে দুইটি চোরাই মোটর সাইকেল সহ চোর রিয়াদ হোসেন সজিব (৩১) কে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ নভেম্বর মঙ্গলবার নোয়াখালীর চাটখিল উপজেলাধীন ভিমপুর মিজি বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজিব চাটখিল উপজেলার ভিমপুর মিজি বাড়ীর মৃত হাফিজ আহাম্মদ এর ছেলে।
সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলা দরবেশপুর ইউপির আলীপুর গ্রামের জয়নাল আবেদীনের মোটর সাইকেলটি চুরি হয়ে যায়। খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) একে ফজলুল হক এর নেতৃত্বে পুলিশের এক প্রতিনিধি দল তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে মোটর সাইকেল চোর সজিবকে গ্রেফতার করলেও অন্যান্যরা পালিয়ে যায়। এ সময় ২টি মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মোটর সাইকেল চুরির ঘটনাটি জানতে পেরে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ২টি মোটর সাইকেল সহ একজনকে গ্রেফতার করেছি, অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। আসামী সজিবকে লক্ষ্মীপুট আদালতে প্রেরন করা হয়েছে।
No comments:
Post a Comment