বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যা মামলায় আরো একজন গ্রেফতার - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Sunday 27 October 2019

বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যা মামলায় আরো একজন গ্রেফতার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় এসএম মাহমুদ সেতু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪তম ব্যাচের ছাত্র। রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিএসসি পাস করার পর সেতু একটি ওষুধ কোম্পানিতে চাকরিও নিয়েছেন। ডিএমপির উপ কমিশনার মাসুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। আবরার হত্যাকাণ্ডে তার বাবা যে মামলা করেছেন, তাতে আসামির তালিকায় সেতুর নাম নেই। তবে গ্রেপ্তার হওয়া অন্য আসামিদের জিজ্ঞাসাবাদে আবরারকে নির্যাতনে সেতুর জড়িত থাকার তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মাসুদুর। এ নিয়ে আবরার হত্যাকাণ্ডের মামলায় মোট ২১ জনকে গ্রেপ্তার করা হল। তার মধ্যে ৮ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যাদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages