যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে লাখ টাকা জরিমানা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 21 October 2019

যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে লাখ টাকা জরিমানা


মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইল জেলার ভূঞাপুরে অভিযান চালিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বাংলা ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ী মো. নজরুল ইসলাম কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নজরুল ইসলাম উপজেলার খানুরবাড়ী গ্রামের মো. রশিদের ছেলে।

সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বালু ব্যবসায়ীর বাংলা ড্রেজারও আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং তাকে ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages