রামগঞ্জে এমপির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ সহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খান। ০৭ মে শনিবার বিকেলে রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় খান টাওয়ারে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন, রামগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদ উল্যা, কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন খান, নোয়াগাও ইউপি চেয়ারম্যান সোহেল পাটওয়ারী, ভাদুর ইউপি চেয়ারম্যান জাবেদ হোসেন, ইছাপুর ইউপি চেয়ারম্যান আমীর হোসেন খান, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম সুমন, লামচর ইউপি চেয়ারম্যান ফয়েজ উল্যা জিসান, দরবেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, করপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মির্জা,ভোলাকোট ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু, ভাটরা ইউপি চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল,করপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুল হক মজিব,চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কামাল হোসেন ভুইয়া, ভোলাকোট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল হক টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামছু, বিআরডিবি চেয়ারম্যান ভুইয়া সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক অপু মাল সহ প্রমুখ।
No comments:
Post a Comment