রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের ১০ঘন্টা পর ড্রামের ভিতর থেকে আবু বক্কর ছিদ্দিক নামের ৮মাসের এক শিশু সন্তানের লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৪ জানুয়ারী) উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আকার খোনার বাড়িতে। শিশু ছিদ্দিক একই বাড়ির মোঃ ঈমাম হোসেনের একমাত্র ছেলে। সৃষ্ট ঘটনায় থানা পুলিশ হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে নিহতের আপন চাচী নুশরাত জাহান ইমাকে গ্রেফতার করেছে। পুলিশ শিশুটির লাশ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর জেলা মর্গে প্রেরন করে৷ এ দিকে শিশুর পিতা বাদী হয়ে নুশরাত জাহান ইমাকে আসামী করে থানায় একটি হত্যা মামলা করে৷
স এব্যাপারে শিশু ছিদ্দিকের মা আফরোজা আক্তার খালেদা জানান,পারিবারিকভাবে আমার দেবর জহিরের স্ত্রীর নুসরাত জাহান ইমা সাথে বিরোধ ছিল৷ ইমা আমরা ধান শুকানোর জন্য ঘরের বাহিরে থাকার সুযোগে আমার ছেলেকে হত্যা করে ড্রামের ভিতর লাশ রেখে যায়৷ ছেলেকে না পেয়ে অনেক খোজাখোজি করি৷
অভিযুক্ত ইমার ভাই জাহিদ হোসেন এবং মা জাহানারা বেগম জানান, ইমার ৩ বছর আগে বিয়ে হয়েছে৷ এ মধ্যে তাঁর বাসুরের স্ত্রী তাকে ৩দিনও সুখে থাকতে দেয়নি৷ প্রায় সময় মিথ্যে অভিযোগ এনে ইমাকে নানাভাবে নির্যাতন করা হতো। ঘটনার দিন আমি তাদের বাড়িতে গেলে মেয়ে ও আমাকে বেদম শারিরিক নির্যাতন ও মারধর করেছে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, শিশুর লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। খুব শীঘ্রই ইমাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷
No comments:
Post a Comment