রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে মোঃ মিন্টু নামের এক পরাজিত প্রার্থীর কর্মীকে জবাই করে হত্যার চেষ্টা করেছে বিজয়ী প্রার্থীর লোকজন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর গ্রামের গাছী বাড়ির সামনে ব্রীজের উপর। স্থানীয় লোকজন মিন্টুকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ সরকারী হাসপাতাল ও অবস্থার অবনতি দেখে মাইজদি জেনারেল হাসপাতালে প্রেরন করেছেন। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু গত ২৮নভেম্বর সাদিয়া আক্তার রুমার আপেল মার্কায় নির্বাচনে কর্মী হিসেনে দায়িত্ব পালন করেন। পরে রুমা নির্বাচনে হেরে যাওয়ার সূত্র ধরে বিজয়ী প্রার্থী মোঃ সোহাগ হোসেনের কর্মী আইয়েনগর হাজী বাড়ির হাসান পাটোয়ারীর ছেলে সোহেল, খোকন মিয়ার ছেলে শুভ, আবদুল্যার বখাটে ছেলে নাছির, জামাল হোসেনের ছেলে রায়হান, আরমান,জহির সহ বেশ কয়েকজন মিন্টুকে ঘটনাস্থলে একা পেয়ে বেদম মারধর করে খুর দিয়ে জবাই করার চেষ্টা করে। মিন্টু ওইসময় স্বজোরে চিৎকার দিলে লোকজন দেখে ফেলায় প্রানে রক্ষা পায়।
মিন্টুর স্ত্রী নার্গিস সুলতানা জানান, মিন্টুকে রামগঞ্জ সরকারী হাসপাতাল থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাচ্ছি।
রামগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
No comments:
Post a Comment