জনগন চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার জন্য দীর্ঘ থেকে দাবী করে আসছে ----------------------নুরুল ইসলাম - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Tuesday 5 October 2021

জনগন চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার জন্য দীর্ঘ থেকে দাবী করে আসছে ----------------------নুরুল ইসলাম


জনগন চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার জন্য দীর্ঘ থেকে  দাবী করে আসছে
             ----------------------নুরুল ইসলাম


সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, রামগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াঁগাও ইউনিয়ন এর সূর্য সন্তান জনপ্রিয় জননেতা
  নুরুল ইসলাম (নুরু) আওয়ামী পরিবারেরই সন্তান  নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামিলীগের অন্যতম সদস্য 
বাংলাদেশ মেশিনারি মার্চেন্টস এসোসিয়সন এর সাধারণ সম্পাদক হিসেবে তিন তিনবার সফলতার সহিত দায়িত্ব পালন করে আসছে। নোয়াগাঁও ইউনিয়নের এই কৃতি সন্তান। 

এফ,বি,সি,সি,আইয়ে জেনারেল বডি সদস্য , সাউধেরখিল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, সাদেক আলি এন্ড কোং এর চেয়ারম্যান, মনোয়ারা রিয়েল এস্টেটের পরিচালক, মেসার্স  রাসেল এন্টারপ্রাইজের মালিক নুরুল ইসলাম নুরু বলেন, জনগন চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার জন্য দীর্ঘ থেকে  দাবী করে আসছে  তাই  আমি মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার নিকট এলাকার মানুষের দাবীর কথা জানিয়ে 
 দলীয় মনোনয়ন চাইবো। আর চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি দলীয় মনোনয়ন পেয়ে নৌকা মার্কায় নির্বাচন করলে ইনশাআল্লাহ  বিপুল ভোটে বিজয় লাভ করবো। 

নাড়ির টানে, মানবিকতাবোধ ও জনগনের প্রতি ভালবাসার থেকে তিনি দীর্ঘদিন থেকে প্রচারপ্রচারনা বিহীন এলাকার উন্নয়ন, গরীব অসহায় ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করে আসছেন৷
এতে দলীয় নেতাকর্মীসহ জনগন আগামী ইউপি নির্বাচন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও  ইউনিয়নের রাজনীতিক অস্থিতিশীলতা,বিতর্ক,বদনাম ও ঘুনে ধরা সমাজ ব্যবস্থা থেকে উত্তোলনের জন্য  যোগ্য, পেশা,সামাজিক ও রাজনীতিক অবস্থানের দিক থেকে যোগ্যতম হিসেবে নুরুল ইসলাম নুরুকে

  চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোরদাবী জানিয়ে আসছেন৷ এ ব্যাপারে নুরুল ইসলাম নুরু   বলেন, জনগন দীর্ঘদিন থেকে আমাকে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার জন্য জোর দাবী করে আসছেন, আমিও সিদ্ধান্ত নিয়েছি এমপি, উপজেলা ও জেলা আওয়ামীলীগের সম্বনয়ে আমার প্রিয় নেত্রী, আমার রাজনীতির অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোয়ন দিলে জনগনের আরো অধিকরত সেবা করার জন্য চেয়ারম্যান পদপ্রার্থী হব৷ না হয় অতীতের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন কর্মী হিসেবে  জনগনের সেবা করে যাব৷

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages