রামগঞ্জে নিজস্ব অর্থায়নে স্বেচ্ছা শ্রমে সড়ক সংস্কার করেন আশারকোটা জনকল্যাণ সংস্থা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Sunday 1 August 2021

রামগঞ্জে নিজস্ব অর্থায়নে স্বেচ্ছা শ্রমে সড়ক সংস্কার করেন আশারকোটা জনকল্যাণ সংস্থা



রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : আমাদের  সেবক ও মানবিক হওয়া উচিত। 
অনেকগুলো মন্দ মানুষের মাঝে কিছু  ভালো মানুষ থাকতে পারে।

আজ রবিবার ১ আগষ্ট ২০২১ইং সরজমিনে দেখা যাচ্ছে আশারকোটা জনকল্যাণ সংস্থার উদ্যেগে, দেওয়ান বাড়ি সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কের চলাচলের অনুপোযগী রাস্তার সংস্করণের  কাজ চলিতেছে। 
আশারকোটার জনকল্যাণ সংস্থার এক ঝাঁক তরুণ 
খানাখন্দভরা রাস্তাটি মানুষের দুর্ভোগের কমতি নেই দেখে তাহাদের নিজস্ব অর্থায়নে নিজেই স্বেচ্ছা শ্রমে ইটের খোয়া ও বালি ফেলে সংস্কার কাজ করিতেছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages