নীলফামারী জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 5 July 2021

নীলফামারী জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন



নিউজ ডেস্ক ঃ
নীলফামারী জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এই কমিটি অনুমোদন দেন। 
এতে নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমানকে আহবায়ক, নীলফামারী-০৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলকে যুগ্ম আহবায়ক এবং প্রাক্তন সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। 
সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়া সাজ্জাদ পারভেজ বলেন, ১১১সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি গঠন করা হবে। আপাতত তিনজনের নাম প্রকাশ করা হয়েছে। বাকিদেরও দ্রæত প্রকাশ করা হবে।  
তবে সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব শাহজাহান আলী চৌধুরী বলেন এটি অগণতান্ত্রিক পন্থায় করা হয়েছে। আমাদের আহবায়ক কমিটির মেয়াদ এক বছরেরও বেশি হয়েছে। আমরা সম্মেলন করতে পারিনি, সেখানে আহবায়ক কমিটি ভেঙ্গে আরেকটি আহবায়ক কমিটি করা হলো। 
আমি পদত্যাগ করবো এবং বিভিন্ন পর্য়ায়ের নেতারাও এর বিরুদ্ধে অবস্থান নেবেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages