নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরে রামগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থ ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৯মে) দুপুরে রামগঞ্জ প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষঠিত হয়।
এসময়ে সারা দেশে সাংবাদিকের উপর হামলা, মামলা ও নির্যাতনের উপর কঠিন হুশিয়ারি ও প্রতিবাদ জানিয়ে সবাই বক্তব্য রাখেন। বর্তমান সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেন। তারই সাথে সাংবাদিক রোজিনা ইসলাম নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এসময়ে উপস্থিত ছিলেন রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন মোস্তান, সাধারন সম্পাদক মোঃ কাউছার হোসেন, রামগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আমির হোসেন আমুসহ প্রমুখ।
No comments:
Post a Comment