পানিয়ালা উম্মুল কুরা ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Tuesday 27 April 2021

পানিয়ালা উম্মুল কুরা ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত



 লক্ষ্মীপুরের রামগঞ্জর উপজেলার  পানিয়ালা উম্মুল কুরা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন  আজ মঙ্গলবার (২৭ এপ্রিল ২০২১ইং) ইফতার মাহফিল এর মধ্যে দিয়ে শুরু হয়। 
পানিয়ালা বজার শাহী জামে মসজিদের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত ইফতার ও দোয়ার মাহফিলে  ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত হোসেন টিটুর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশারকোটা মোহাম্মদীয়া এতিমখানার মোহতারিম  মুফতি আবু ইউসাব,চাটখীল হীরাপুর আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রকিব উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, পানিয়ালা বাজার কমিটির সাধারণ সম্পাদক মাসুদ আলম,  অসংখ্য আলেম ও হাফেজ সহ বাজার ব্যবসয়ীবৃন্দ।

এ ফাউন্ডেশন কোরআন  পাঠ  ভুলে যাওয়া এবং বয়স্ক যাহারা চহিশুদ্ধ ভাবে কোরাআন  পাঠ করতে পারেনা তাহাদের চহিশুদ্ধ ভাবে কোরাআন শিক্ষার জন্য অনেক গুলি কার্যক্রম হাতে নিয়েছে এবং ৭ থেকে ১২ বছর বয়সের শিশুদের নামাজ প্রতি উৎসাহিত করার জন্য কয়েকটি প্রোগ্রাম চালু করবেন বলে জানান পরিচালক বৃন্দ। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages